Wellcome to National Portal

Main Comtent Skiped

শিরোনাম
২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাই আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিস্তারিত

২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত কোটার প্রতিবন্ধী ব্যক্তিদেরকে G2P পদ্ধতিতে ভাতা প্রদানের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) এ আবেদনের লিংক mis.bhata.gov.bd/onlineApplication উন্মোচিত/চালু করা হয়েছে। শুধুমাত্র প্রতিবন্ধী পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক কার্ড) প্রাপ্ত ব্যক্তিদের নিকট হতে ২৫ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত উক্ত লিংকে আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার অথবা কম্পিউটার অনলাইন পরিসেবার যেকোন প্রতিষ্ঠান/দোকান হতে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
20/03/2025
আর্কাইভ তারিখ
30/04/2025