2024-2025 অর্থবছরে বর্ধিত কোটার প্রতিবন্ধী ব্যক্তিদেরকে G2P পদ্ধতিতে ভাতা প্রদানের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) এ আবেদনের লিংক https://mis.bhata.gov.bd/onlineApplication উন্মোচিত/চালু করা হয়েছে। শুধুমাত্র প্রতিবন্ধী পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক কার্ড) প্রাপ্ত ব্যক্তিদের নিকট হতে 15 অক্টোবর 2024 হতে 14 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত উক্ত লিংকে আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার অথবা কম্পিউটার অনলাইন পরিসেবার যেকোন প্রতিষ্ঠান/দোকান হতে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস